শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন 

আরো খবর

কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের জমি সংক্রান্ত বিরুদ্ধ কে কেন্দ্র করে ইবাদুল হক (৬৮) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়।
সোমবার দুপুর সারে ১২ টায় এই হত্যা ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান,সকালে দুই পক্ষের জমি মাপামাপি করা হয়।
জমি মাপের শেষে পূর্ব পরিকল্পিত ভাবে আকবার আলী, আব্দুল্লাহ, আবু সাইদ, আজগার, হাবিবউল্লাহসহ তাদের বাড়ির লোকজন হামলা চালায়। এসময় ইবাদুল হক গুরুতর আহত হলে  তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান হাসপাতালে আসার আগে তিনি মারা গিয়েছে।
এসময় ঘটনা স্থানে আসেন বিএনপির প্রচার সম্পাদক  সাবেক সেনাসদস্য আব্দুল রাজ্জাক তিনি সাংবাদিকদের বলেন আমার কেরালকাতা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে শুনে আমি সাথে সাথে ঘটনা স্থান গিয়েছিলাম আকবার ও তার পরিবার হিংস্র প্রকৃতির মানুষ। এর আগেও তারা মানুষকে হামলা চালিয়েছে। বিএনপি এই নেতা এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এসআই আজম এর নেতৃত্বে একটি টিম হাসপাতালে আসেন। সুরতহাল করে পোস্টমাডাম এর জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে কলারোয়া থানা অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ