সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকাল ৬টার দিকে সাতীরা- যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। সাতীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকদা গ্রামের মাহমুদ কলি মোটর সাইকেল নিয়ে কলারোয়া সদরে আসছিলেন। পথিমধ্েয শাকদা এলাকায় তার মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
অপরদিকে, একই সড়কের কাজীরহাট এলাকায় সাতীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী তয়াপ কারিগর যশোরের বাঁগআচড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

