কলারোয়া প্রতিনিধি::
কলারোয়া উপজেলায় প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে অংশ নেন জনশুমারি সুপারভাইজার ও গননাকারীগন।
উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদ,ভাদিয়ালি হাইস্কুল, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কেরালকাতা ইউনিয়ন পরিষদে উপস্থিত জনশুমারি সুপারভাইজার ও গননাকারীগন কে প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষক ও জোনাল অফিসারবৃন্দ। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষন ০৯ থেকে ১২ জুন পৃথক ভেনুতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় দেয়াড়া ইউনিয়ন পরিষদে চূড়ান্ত তথ্য সংগ্রহ কাজ উপলক্ষ্যে কলারোয়া উপজেলার ৫নং জোনের সুপারভাইজার ও গননাকারীদের চারদিনব্যাপী প্রশিক্ষনে দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সহকারি প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ। মাষ্টার ট্রেইনার জোনাল অফিসার আকরম হোসেন

