আব্দুল্যাহ আল মাহফুজ:সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন ওসি মোহা: মোস্তাফিজুর রহমানসোমবার পূর্বাহ্ণে তিনি কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে নাসির উদ্দিন মৃধার নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় সদ্য সাবেক ওসি নাসির উদ্দিন মৃধা নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
কলারোয়া থানার ফোর্সের পক্ষ থেকে কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে নবাগত ওসি থানার সকল অফিসার ও ফোর্স দের সাথে কুশল বিনিময় করেন। এক প্রশ্নের জবাবে ওসি মোস্তাফিজ বলেন, মান্যবর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আমার প্রথম কাজ হবে কলারোয়া উপজেলা থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত করা। তিনি বলেন আগে মাদক নির্মুল করবো তারপরে চোরাকারবারি সহ অন্যান্য অপরাধ দমন করবো ইনশাল্লাহ। তিনি কলারোয়া উপজেলার সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা কনেছেন।
মোস্তাফিজুর রহমান মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০২ সালে সাব ইন্সপেক্টর হিসেবে প্রথমে নড়াইল থানায় যোগদান করেন। তিনি এর আগেও সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন।ওসি মোহাঃ মুস্তাফিজুর রহমান আগে সাতক্ষীরায় থাকাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাসহ পুলিশিং কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ১৭ বার পুরস্কার পেয়েছিলেন। ওসি মোহাঃ মুস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তিনি কর্মস্থলে যোগদান করেছেন। এবং জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন তিনি।

