আহসান উল্লাহ কলারোয়া প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বদরুজ্জামান (৩৪) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক বদরুজ্জামান উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, শুক্রবার ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মাদরা বিওপির নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি এবং একটি দেশীয় পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ বদরুজ্জামানকে আটক করে। পরে অস্ত্র ও গুলিসহ আটক ওই চোরাকারবারিকে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান।
কলারোয়া সীমান্তে অত্র ও গুলি সহ ব্যবসায়ী আটক

