শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কাউন্সিলর বাবুলকে হত্যা প্রচেস্টার প্রতিবাদে যশোরে মিছিল

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক,

যশোর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহর যুবলীগের আয়োজনে মঙ্গলবার (৩১ মে) জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু।

সমাবেশে প্রধান অতিথি বলেন, ‘কাউন্সিলর বাবুলের উপর হামলাকারীদের নিয়ে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। পর্দার নেপথ্যে থাকা মূলহোতাসহ আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে কেউ পদে থাকতে পারবেন না। যতো বড় নেতাই হোক না কেনো হামলায় ইন্ধন প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল বের হয়।

প্রতিবাদ মিছিলে অংশ নেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, সদস্য কামাল হোসেন, সাইফুল ইসলাম তুহিন, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, শ্রমিক সংগঠন ২২৭ এর সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলু, জেলা যুবলীগের সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিপ্লব রায়, সদস্য এস এম রবি সিদ্দিকী, কেরামত আলী মোল্লা, শফিকুল আলম পারভেজ, সদর উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, সদস্য আব্দুর রাজ্জাক, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মেহেবুবুর রহমান ম্যানসেল, পৌর কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ।

 

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ