প্রেস বিজ্ঞপ্তিঃ যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের কাজী শাসসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য জোবেদ আলী, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সন্পাদক মবিনুল ইসলাম মবিন, আওয়ামী লীগ নেতা শাহীদুর রহমান শহীদ, মতিয়ার রহমান, স্কুলের প্রতিষ্টাতা কাজী ফিরোজ্জামান আলমগীর, যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, সদর উপজেলা মৎস্য জীবী লীগের নেতা শাহীদ ইমরান সবুজ, শেখ সাদেক, ওহিদুল পাটোয়ারী ও মোঃ বাবু প্রমুখ। সভায় যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মো আবু তোহা বলেন, কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান ভালো , এই এলাকার শিক্ষার প্রসারে এই বিদ্যালয়ের অবদান আছে সেকারণে বিদ্যালয়ের নতুন একতলা ভবনকে চতুর্থ তলায় উন্নতিকরণের জোর দাবি জানিয়েছেন। তিনি এলাকাবাসীর ও ছাত্র ছাত্রীদের যাতায়াতের অসুবিধা দুর করার জন্য ডহেরপাড়া হইতে দিঘীর পাড় বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
কাজী শাসসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

