নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা যুবলীগের আয়োজনে কাজী শাহেদ আহমেদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা পরিদ আহমেদ চৌধুরী বলেছেন, কাজী শাহেদ আহমেদ ছিলেন সৎ নির্ভীক অসম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করতে পেরেছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার পরাজিত শক্তি স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। এরপর আবহানী ক্রীড়া চক্রে দুঃসময় নেমে আসে। ওই সালেই তিনি আবহানী ক্রীড়া চক্রের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে লীগ খেলায় অংশ গ্রহণ করান। তিনি ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি অসহায় মানুষের বিপদে পাশে দাড়িয়েছেন।
যশোর-৩,সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পিতা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব,আবহানীর সাবেক ডিরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর কাজী শাহেদ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক সুখেন মজুমদার, সদস্য কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, দফতর সম্পাদক হাফিজুর রহমান, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, শেখ রফিকুল ইসলাম রফিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, সহ তথ্য সম্পাদক বিপ্লব কুমার রায়, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল এহসান সুজন, সহসভাপতি কায়েস আহমেদ রিমু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার, যুবলীগ নেতা আবু ফজল মিলন, জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু প্রমুখ।

