একাত্তর ডেস্ক:কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান। এই সময় ভাইয়ের সঙ্গে ২০ মিনিট কথা বলেন উজমা।
সাক্ষাৎ শেষে উজমা খান বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগে ছিলেন। তিনি জানান, ইমরানকে একটি কক্ষে সারাক্ষন বন্দি করে রাখা হয়েছে এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে। এরজন্য তিনি পাকিস্তান সেনা প্রধান অসীম মুনিরকে দায়ী করেছেন। সূত্র: ইত্তেফাক

