সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলায় নলতা হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া রাজ প্রতাপ দাস নামে এক ছাত্রকে মারপিটের কারনে মৃত্যু হয়েছে বলে শিক্ষকের বিরুদ্ধে । এদিকে ঘটনার পরে স্কুলটিতে ভাংচুর করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা ।নিহত স্কুলছাত্র কালিগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের দীনবন্ধু দাসের ছেলে।এর আগে রবিবার (১৬জুলাই) বেলা ১২ টার দিকে নবম শ্রেণির বাড়িতে যেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়।
পরে বিক্ষোভ শুরু করে ছাত্রছাত্রী সহ এলাকাবাসী।সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে নলতা হাইস্কুলের এক্সটেনশন ভবনে কয়েকজন ছাত্র ছাত্রী তাদের এক বন্ধুর জন্মদিনের কেক কাটছিল। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানতে পেরে তাদেরকে বকাঝকা ও চড় থাপ্পড় মারে এবং তাদের অভিভাবকদের জানায়। এর কিছুক্ষন পরে জানতে পারি ছাত্রটি মারা গেছে। পরে রাজ প্রতাপের মৃতদেহ নিয়ে শিক্ষার্থী স্কুলে গিয়ে ভাংচুর এবং বিক্ষোভ শুরু করে। কালিগজ্ঞ থানাার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ঘটনাস্থলে পুুলিশ গিয়ে নিয়ন্ত্রনে এনেছে। বিষয়টি নিয়ে তদন্তচলছে বিস্তারিত পরে জানানো হবে।

