শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালিয়ায় গ্রাম বাংলার ঐতিয্য নৌকাবাইচ প্রতিযোগিতা

আরো খবর

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি যুব সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৬ সেপ্টেম্বর) চাঁচুড়ি লাইনের খালে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় দুই কিলোমিটার দূরত্বের এ বাইচ প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় ধাড়িয়াঘাটা নিতাই সাধুর নৌকা প্রথম, ডহর চাঁচুড়ির নবীর গাজীর নৌকা দ্বিত্বীয় ও একই গ্রামের আকবর মোল্যার নৌকা তৃতীয় এবং চাঁচুড়ি গ্রামের ফরহাদ মোল্যার নৌকা চতুর্থ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার সাবেক মেয়র মোঃ মুশফিকুর রহমান, কালিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আশীষ ভট্রচার্য প্রমুখ। বৃষ্টি উপেক্ষা করে হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ