শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 কালিয়ায় মসজিদের ইমামকে লাঞ্ছিত করা নিয়ে সংঘর্ষ, সেনা অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ইমামকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মসজিদের ভিতর সরদার মুজিবুর রহমান নামে এক মুসল্লী ২ রাউন্ড ফাঁকা গুলি করেন।

 

এতে ওই এলাকায় চরম উত্তেজনা বৃদ্ধি পায়। খবর পেয়ে কালিয়া সেনা ক্যাম্পের মেজর নাহিদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে।

 

গ্রেফতাকৃতরা হলেন, কালিয়া পৌরসভার কুলসুর গ্রামের মৃত আলতাফ হোসেন সরদারের ছেলে সরদার মুজিবুর রহমান এবং তাঁর ছেলে শুভ সরদার, একই গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে সাইমুন সরদার, মৃত আকরাম সরদারের ছেলে নান্নু সরদার ও হাবিবুর রহমান সরদারের ছেলে দীপ সরদার।

 

কালিয়া সেনা ক্যাম্প, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার (১৪ মে) আসর নামাজের পর মারধর করে ওই গ্রামের রশিদ সরদার। এ ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভিতর ওই বিষয়ে কথাকাটির একপর্যায়ে সরদার এবং শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভিতর আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ