শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ছানা তৈরি, দুই জনকে জরিমানা

আরো খবর

 কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে দূধ থেকে ছানা তৈরি করার অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  আজ শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে দূধ থেকে ছানা তৈরি করার অভিযোগে কালীগঞ্জ উপজেলার কোলা এলাকার বাবলু এবং রাকড়া গ্রামের বাবলুকে ৩৫০০ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, অভিযোগ ছিলো অস্বাস্থ্যকর ভাবে দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছে।  এর প্রেক্ষিতে সেখানে গিয়ে সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে দুই ব্যক্তিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমান করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ