মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা ও পর্যালোচনা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ এর সভাপতিত্বে সভাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম, বারবাজার হাইওয়ে থানার নবাগত ওসি আলমগীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, যুবনেতা মাহাবুবুর রহমান মিলন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং চুরি-ডাকাতি দমন সহ আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদল সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি ও নাগরিকদের সমন্বিত ভূমিকা রাখার আহবান জানানো হয়।
এ ছাড়া উপজেলা ভূমি অফিস ও স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি পূরনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়।

