কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।২৫ আগস্ট বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা গ্রামের সাদিয়া ফিলিং স্টেশনের এলাকা থেকে এই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ সাদিয়া ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ওলিয়ার রহমান ও শিপন হোসেন ইডেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাতিবিলা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

