শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে  এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর  ঘটনায় হোমিও ডাক্তার রেজা আটক 

আরো খবর

হুমায়ুন কবির ,কালীগঞ্জ,ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জে গত বৃহস্পতিবার রাতে আড়পাড়া নদীপাড়া গ্রামের মৃত হারুন খাঁর ছেলে ভাঙড়ী ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ(৩৮), একই এলাকার অনিল দাসের
ছেলে রিক্সা চালক বিপুল দাস (৪০) ও ঢাকালে পাড়ার খোকন হোসেনের ছেলে ট্রাক
ড্রাইভার রাজিব হোসেন(২৪) বিষাক্ত এ্যালকোহল পানে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
করেছেন। বিষাক্ত এ্যালকোহল পানে মৃত আড়পাড়া নদীপাড়ার জাহাঙ্গীর খাঁর ছোট
ভাই আলমগীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডের রেজা হোমিও হলের
মালিক ডাক্তার রেজাকে আসামী করে মামলাটি করেন। মামলার পর বুধবার সকালে
কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে হোমিও ডাক্তার রেজাকে গ্রেফতার
করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্ল্যা জানান, বিষাক্ত
এ্যালকোহল পানে তিন জনের মৃত্যুর ঘটনায় হোমিও চিকিৎক রেজা পালাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে
আটক করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ