হুমায়ুন কবির, কালীগঞ্জ, (ঝিনাইদহ):এলপি গ্যাসের দাম কমালেও সেই সুবিধা পাচ্ছে না ঝিনইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষ। নতুন কমিশনের প্রথম দাম নির্ধারণীয় ঘোষণা করে
ছিলেন ২ এপ্রিল রোববার। কমিশন জানায়, প্রতি ১২ কেজিতে দাম কমানো
হয়েছে ২৪৪ টাকা, নতুন দাম ১১৭৮ টাকা।
কিন্তু কালীগঞ্জ পৌরসভায় সব দোকানে গ্যাস ভেদে বিক্রি হচ্ছে ১২৬০ থেকে ১২৯০ টাকা পর্যন্ত এরং ইউনিয়ন
পর্যায়ে আরো বেশি দামে বিক্রি হচ্ছে একই গ্যাস। যার ফলে প্রতারিত হচ্ছে
সাধারণ ভোক্তা।
কালীগঞ্জ শহরের নেসা গ্যাস ঘর এর মালিক নাজমুল হুদা জানান, এটা আমাদের
কিছু করার নাই কোম্পানি আমাদের কম রেটে সরবরাহ করছেনা, আমাদের কি করার
আছে?
কালীগঞ্জ পৌরসভার আর এক ব্যবসায়ী নয়ন ট্রেডার্স এন্ড গ্যাস ঘর এর মালিক
নয়ন সরকার জানান পরিবহন খরচ দেখিয়ে কোম্পানি আমাদের কম রেটে গ্যাস
দিচ্ছেনা। তাই আমরা কম দামে বিক্রি করতে পারছিনা।
ভোক্তা অধিকারের মোঃ মামুনুল হাসান সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
জানান, কোম্পানি ডিও প্রতি ১২২০ টাকা নেওয়ায় বাজারে গ্যাস ১২৬০-১২৭০
টাকা করে বিক্রি হচ্ছে। কোম্পানি গুলো বেশী মূল্যে ডিও করাচ্ছে এই ব্যপারে
আমি কি বলবো। এই ব্যাপারটা নিয়ে ডিসি স্যারকে অবগত করা হয়েছে। তবে
এখন ভোক্তা ঠকছে এটা সঠিক।

