শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সময় হাতেনাতে ৪ যুবক আটক 

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ)  :
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৪ যুবককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেলকর্তৃপক্ষ । শনিবার বিকেলে (১৭ জানুয়ারি) কাশিপুর মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে ।
রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামি রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে পাথর ছোড়া হলে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ট্রেন থামিয়ে অভিযুক্ত ৪ যুবককে ধরে ফেলে তারা।
মোবারকগঞ্জ রেলষ্টেশনের ষ্টেশন মাস্টার শাহজাহান শেখ বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ৪ যুবককে খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে ধরে নিয়ে গেছে ট্রেনে থাকা নিরাপত্তা জিআরপি পুলিশ। তিনি আরো জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেফতারকৃত কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ