মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হুসাইন আহমেদ (২২) গত বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে উপজেলার ছালাভরা পাকা রাস্তার মোড় অতিক্রম করে সামনে একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখঢাকা দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাদের একজনের নির্দেশে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারার চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে পালানোর সময় পেছন থেকে ছোড়া হাতুড়ির আঘাতে তিনি মাথায় গুরুতর আহত হন। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

