শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে দুই মামলায় সাবেক চেয়ারম্যান আয়ুব গ্রেফতার

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি :
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার কোলাবাজার এলাকার একটি ইট ভাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।গত ৪ আগষ্ট বিকাল ৫ টার দিকে থানা সড়কের বিএনপির অফিস ভাংচুর ও পোড়ানো ঘটনায় জাহিদুল ইসলাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। একই দিনে বিকাল ৪ টার দিকে মেইন বাসস্ট্যান্ডে পূর্বাশা কাউন্টার ভাংচুর ও পোড়ানোর ঘটনায় ২৫ আগষ্ট এ,কে,এ, খালেদ সাইফুল্লাহ বাদি হয়ে অপর মামলা করেন।
এ মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে ছিলেন, অবশেষে শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।বিগত সরকারের আমলে আয়ুব হোসেন চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় ব্যাপক প্রভাব খাটিয়ে আধিপত্তর বিস্তার করতো ও তার ভয়ে এলাকার কেউ কোন কথা বলতে সাহস পেত না।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ