শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একই গ্রামের সংঘর্ষে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসি বলছেন, বুধবার উপজেলার সিংদহ ও আলাইপুর গ্রামের বিএনপির দুই গ্রুপের মধ্যে মটর সাইকেল বেপরোয়া চালানো কে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কিন্তু বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চাচড়া গ্রামের ৮/৯ জন আলাইপুর ও সিংদহ গ্রামে গেলে আবারো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে হকিষ্টিক, রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া নিয়ে চলতে থাকে।এ ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে আতংক পড়ে।বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকান মালিকরা  চোলে যায়। সংঘর্ষের খবর পেয়ে কালীগঞ্জ গান্না সড়কে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়।
এক পর্যায়ে দু,পক্ষ সরাসরি সশস্ত্র অবস্থায় ধাওয়া পাণ্টা ধাওয়ার এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের রিপন (৪৫),লোকমান হোসেন (৬০)বিল্লাল হোসেন(৪০)রামদার আঘাতে গুরুতর ভাবে আহত হন। তাদেরকে গ্রামবাসি উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বর্তমানে পরিবেশ শান্ত আছে। এবিষয়ে এখনো কোন মামলা হয়নি। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ