শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে ৩ ফার্মেসীকে জরিমানা

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বিভিন্ন ফার্মেসীতে নির্বাহ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, স্যাম্পল বিক্রয়, সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঔষধ বিক্রয় করার অপরাধে শহরের শান্তি ফার্মেসীকে ২০ হাজার, নিউ মেডিসিন শপকে ১০ হাজার ও জালাল ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এ সময় ঝিনাইদহ ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবউল্লাহ জানান, বিভিন্ন অভিযোগে কালীগঞ্জ শহরের তিনটি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

সর্বশেষ