শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে শিক্ষক পেটানো স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ বহিস্কার

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহ কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক  এরশাদকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।উপজেলায় এক শিক্ষক পেটানোর ঘটনায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।
 বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি তাকে সময়িক বহিস্কারের বিষয়টি জানানো হয়।
গত ৮ অক্টোবর সকালে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহব্বায়ক এরশাদ হোসেন সোনা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পাওয়ার টিলারে ইট বহন করছিল। পাওয়ার টিলারের বিকট শব্দে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রধান শিক্ষক উম্মে হানি অফিসে থেকে বাইরে এসে এরশাদ হোসেন সোনাকে স্কুল চলাকালীন সময়ে ইট পরিবহন বন্ধ রাখতে অনুরোধ করেন।
এরশাদ হোসেন সোনা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হন। এসময় সহকারী শিক্ষক সুব্রত রায় চৌধুরী প্রধান শিক্ষককে রক্ষায় এগিয়ে আসলে সোনা বাঁশ দিয়ে তাকে পিটিয়ে আহত করে।

আরো পড়ুন

সর্বশেষ