মোঃ সোহাগ, কালিগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে লাউ, বেগুন মিষ্টি কুমড়া ও শষার বীজ এবং সার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার( ৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময়ে উপজেলার সাড়ে ৩ শত কৃষককে বিনামূল্যে বিভিন্ন সবজী বীজ ও কৃষক প্রতি ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লু রাইন, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, সমকাল পত্রিকার জামির হোসেন, বাংলাদেশ বেতারের মোঃ আহসান কবির, নাগরিক টিভির মিশন আলী ও দিনকালের হুমায়ুন কবির সহ উপকার ভোগী কৃষকেরা।

