শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ কে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতাসহ তার নামে ৮টি মামলা রয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।কালীগঞ্জ উপজেলার কোলা ও জামাল ইউনিয়নয়ে অশান্ত করতে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের আশ্রয় দিতেন।বিগত সরকারের আমলে তিনি দুটি ইউনিয়নে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করাতেন তার বাহিনি দিয়ে।
এমন কোন সন্ত্রাসী কর্মকান্ড নেই যে আলা উদ্দিন চেয়ারম্যান করেনি। তার বাহীনির ভয়ে কেউ শেখ হাসিনার আমলে প্রতিবাদ করার সাহস পায়নি।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ ৮টি মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ