কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শহরের থানা পাড়ার বাসিন্দা মরহুম মাহাবুবার রহমান বার্ধক্য জনিত কারনে গতসপ্তাহে ঢাকাতে চিকিৎসা শেষে নিজ বাড়িতেই ছিলেন। সোমবার বেলা ১১ টায় আবারো অসুস্থ্য হয়ে পড়লে তাকে যশোরে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১২ টায় কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠে মরহুমের ১ম জানাজা নামাজ ও বাদ জোহর উপজেলার শ্রীরামপর নিজ গ্রামের বাড়ীতে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, গন অধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারন সম্পাদক রাশেদ খান এবং জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রান মুসল্লিরা অংশ নেয়।
তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বুধবার কালীগঞ্জ উপজেলাসহ জেলা বিএনপির সকল ইউনিট কার্ষালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত হয়।

