শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নতুন এক্সরে মেশিন চালু হয়নি ২ বছরেও

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:হাসপাতালে নতুন এক্সরে মেশিন এসেছে প্রায় ২ বছর। এক্সরে করার কক্ষে স্থাপন করা হলেও চালু হয়নি। এক যুগেরও বেশি সময় বছর ধরে বন্ধ এক্সরে। জনবল সংকটে দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাম না হওয়ায় নষ্ট হয়ে পড়ে আছে মেশিনটি। এদিকে পুরাতন ভবন নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা।

ছাদের পলেস্তারা খসে আহত হচ্ছেন রোগীরা। নষ্ট হয়ে পড়ে আছে হাসপাতালের জেনারেটরটি। লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ চলে গেলে রোগীরা অন্ধকারে বা নিজেরা মোমবাতি কিনে আলোর ব্যবস্থা করেন। এছাড়াও নানা সমস্যায় জর্জরিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

স্থানীয় ও রোগীর স্বজনরা জানায়, দ্রুত এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করলে এ অঞ্চলের অসহায় মানুষ বেশ উপকৃত হবে। হাসপাতাল অন্ধকারে থাকার বিষয়টিও দুঃখজনক বলে জানান তারা। জানা গেছে, হাসপাতালটিতে এর আগের এক্সরে মেশিনটি নষ্ট থাকায় এই সেবাটি বন্ধ ছিল। গত দুই বছর আগে নতুন এক্সরে মেশিন আসে হাসপাতালটিতে।

কিন্তু সেটি দীর্ঘদিন বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকার পর কক্ষে স্থাপন করা হলেও কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহত হয়ে হাত বা পা ভাঙা রোগীকে পাশর্^বর্তী ডায়াগনষ্টিক সেন্টারে বা অন্যত্র রেফার্ড করা হয়। জনবল সংকটে নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে আল্ট্রাসনোগ্রাম মেশিন। জেনারেটর মেশিনটিও নষ্ট।
এদিকে, লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের।

অন্ধকার ঘোচাতে নিজেরা মোমবাতি কিনে আলোর ব্যবস্থা করেন। দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে আছে জেনারেটরটি। হাসপাতালের রোগীদের সেবা দেওয়া হয় পুরাতন ভবনে। ছাদের পলেস্তারা খসে আহত হচ্ছেন রোগী ও স্বজনেরা। ২০২২ সালের ১০ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সটির মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে আহত হন রোগীর স্বজনসহ তিনজন। এরমধ্যে গুরুত্বর আহত হন সুমি খাতুন ও ফুলজান বেগম। ফুলজান বেগমের ডান পায়ে ২০টি সেলাই দেওয়া হয়। আর সুমি খাতুনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তেলের মূল্য বৃদ্ধির কারণে হাসপাতালের এ্যাম্বুলেন্সটি এখন আর জেলার বাইরে পাঠানো সম্ভব হচ্ছে না। এছাড়াও হাসপাতালটির চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদান। গাইনি, শিশু, মেডিসিন ও সার্জারী কনসালটেন্ট পদ একদমই খালি।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, এক্সরে কক্ষে নতুন মেশিন স্থাপন করা হলেও তালা দেওয়া কক্ষটি। একইভাবে জনবল সংকটে পড়ে থেকে অকেজো হয়ে পড়ে আছে আল্ট্রাসনোগ্রাম মেশিনটিও। দুর্ঘটনায় উপজেলার বলিদাপাড়া এলাকার ফয়সালের পা ভেঙে যায় সম্প্রতি। তিনি বুধবার দুপুরে এসেছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এক্সরে মেশিন নষ্ট হওয়ায় অন্য ডায়াগনষ্টিক সেন্টার থেকে রিপোর্ট করে হাসপাতালের চিকিৎসকের কাছে যাচ্ছেন তিনি। কোহিনুর বেগম নামে এক রোগীর স্বজন জানান, তিনি গতকাল হাসপাতালে তার স্বজনকে ভর্তি করেছিলেন। রাতে ১ ঘন্টা বিদ্যুৎ ছিল। এ সময় অন্ধকারেই থাকতে হয়েছে। রোগীকে রেখে মোমবাতি কিনতে যেতে পারেননি তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। রয়েছে চিকিৎসক নার্স টেকনিশিানসহ চিকিৎসা কর্মীর অভাবে। তবে যথাযথ কর্তৃপক্ষের গাফিলতির কারণে স্বাস্থ্যসেবা বিপর্যয়ে পড়ছে। গুরুতর কোন রোগীর সেবা তো দূরের কথা প্রাথমিক চিকিৎসার জন্য অধিকাংশ রোগীকে যশোর, ঝিনাইদহ ও খুলনা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রেরন করছে হাসপাতাল কর্তৃপক্ষ।এক্সরে মেশিন থাকলেও সেটিকে ব্যবহারের উপযোগী করা যায়নি জনবলের অভাব রয়েছে বলে জানা গেছে।

বিদ্যুৎ চলে গেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের পরতে হয় আরেক বিড়ম্বনায়। স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি জেনারেটর সরকার থেকে প্রদান করা হলেও তা অকেজো হয়ে পড়ের য়েছে। তবে জেনারেটরটি ইতিমধ্যে তার কার্যকারিতা হারিয়েছে বলে মতামত অনেকের। স্বাস্থ্য কমপ্লেক্সে কোন চিকিৎসা সেবা সম্পূর্ণ পাওয়া যায় না। যারা তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বিভিন্ন স্থানে রেফার্ড করা হয়। এখানকার বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট থাকায় আমাদের পরতে ভোগান্তিতে।
চিকিৎসা সেবা নিতে আসা এক ব্যক্তি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে ও আলট্রাসনো মেশিন না থাকায় বা নষ্ট থাকায় আমাদের বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা করাতে হয় অনেক বেশি টাকায়। সেখানে তারা তাদের ইচ্ছামতো টাকা নেয় যা আমাদের মত সাধারণ মানুষের জন্য জোর জুলুম হয়ে যায়। সরকারি হাসপাতাল থাকতে যদি বাইরে থেকেই বিভিন্ন পরীক্ষা করাবো তাহলে সরকারি হাসপাতাল থেকে আমাদের কালীগঞ্জ বাসির লাভ হলো কি? গরিব মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা সেবা সম্পূর্ণ রূপে পায় এজন্য সরকারকারের কাছে দাবি দয়া করে হাসপাতালের দিকে নজর দেওয়া প্রয়োজন। স্থানীয় এমপি আনোয়ারুল আজীম আনার সবসময় তদারকি করে থাকেন হাসপাতালে সাধারন মানুষের উন্নত সবা পায়।
জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ ও এক্সরে মেশিন সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা প্রয়োজন। জনবল সংকট থাকায় চিকিতসার যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা আমাদের সম্ভব হচ্ছে না। চিকিতসকরা বলেন সীমিত সংখ্যক জনবল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে কালীগঞ্জ বাসিকে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করা যায়।সম্প্রতি দুর্ঘটনায় পা ভেঙে যায় উপজেলার বলিদাপাড়া এলাকার ফয়সাল হোসেনের। তিনি পায়ের অবস্থা দেখাতে চিকিৎসকের কাছে এসেছিলেন। হাসপাতালের এক্সরে মেশিন চালু না থাকায় চিকিৎসক অন্য স্থান কে এক্সরে করতে বলেন। পাশর্^বর্তী একটি ডায়াগনষ্টিকজ সেন্টার থেকে এক্সরে করে নিয়ে যান হাসপাতালে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, নতুন এক্সরে মেশিন স্থাপন করা হলেও চালু করা সম্ভব হয়নি। আল্ট্রাসনোগ্রাম মেশিনটিও জনবল সংকটে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। জেনারেটরটির একই অবস্থা। এছাড়াও নতুন ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ