শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীপূজা উপলক্ষে মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আরো খবর

সুমন হোসাইন: কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

 

সাজেদুর রহমান জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। মূলত সোমবার বিকেল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে গতকাল বিকালে ভারতের ব্যবসায়ী সংগঠন আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে আগামীকাল যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলবে। বুধবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। রোববার বিকালে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতে কালীপূজা ও দীপাবলী উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

 

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ভারতে কালী পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারত থেকে আগত বা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীগণ স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

 

 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ছুটি থাকার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। সেই সঙ্গে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

 

 

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুসফিকুর রহমান জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ছুটি থাকায় মঙ্গলবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে। আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে এ বন্দরে।

আরো পড়ুন

সর্বশেষ