রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কাশিমপুরে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন জেলা আ’ লীগের সহসভাপতি মিন্টু 

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক: যশোর: যশোর সদর উপজেলার ৬ নম্বর কাশিমপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের  আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী  হাসান মিন্টু। সোমবার নওদাগা গ্রামে প্রধান অতিথি হিসেবে তিনি আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
 ৬ নম্বর ওয়ার্ড আওমীলীগের সভাপতি মাওলানা সাখাওয়াতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী,   কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুর রহমান শহীদ,  সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও  জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক  মীর আজাদ।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ইনছার  আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর আলী। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সংগঠনের সর্বস্তরের নেতাদের একসাথে কাজ করার আহবান জানান প্রধান অতিথি মেহেদি হাসান মিন্টু।

আরো পড়ুন

সর্বশেষ