প্রেস বিজ্ঞপ্তি: বৃহম্পতিবার যশোর জেলা মৎস্য জীবী লীগের পক্ষ থেকে সদরের শ্যামনগর গ্রামে তোহা ফ্রি মেডিকেল সেন্টারে অসহায় মৎস্য জীবী, মাছ চাষী ও জেলেদের মাঝে পবিত্র ঈদের শুভেচ্ছা হিসেবে চাউল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যশোর জেলা পরিষদের সিইও আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে িএসব উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্য জীবী লীগের সভাপতি ও তোহা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আবু তোহা, জেলা মৎস্য জীবী লীগের নেতা মশিয়ার রহমান, সদর উপজেলা মৎস্য জীবী লীগের নেতা ওহিদুল পাটোয়ারী, লাবলু মিয়া, লিটন মিয়া, ইজাজুল ইসলাম ও তোহা ফ্রি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাঃ মোঃ হাবিবউল্লাহ প্রমুখ।
কাশিমপুরে মৎস্য জীবী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

