শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কাষ্টম কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বৈঠক, বেনাপোল দিয়ে আমদানি রফতানি শুরু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:ভারতের পেট্টাপোল বন্দর ও কাষ্টম কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বৈঠকে সৃষ্ট সমস্যার সুরাহের আশ^াসের প্রেক্ষিতে সোমবার দুপুর থেকে ২দিনপর আবারও আমদানি রফতানি বানিজ্য শুরু হয়েছে। অচিরেই শ্রমিকদের দাবী পূরনের আশ^াস দিয়েছে কাষ্টম কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।
উল্লেখ্য,বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী মাছের ট্রাকে ৪০পিস স্বর্ণ উদ্ধারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে ভারতের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন শনিবার থেকে কর্মবিরতি পালন করে। ফলে বন্ধ হয়ে যায় বাংলাদেশ থেকে পন্য রফতানি। তবে ভারত থেকে পন্য আমদানি থাকে স্বাভাবিক।

শনিবার বিশেষ ব্যাবস্থায় ১৭ট্রাক রবিবার ৬০ট্রাক ও সোমবার৩৭ট্রাক পন্য ভারতে রফতানি হলেও সোমবার দুপুর পর্যন্ত পন্য খালাস করেনি শ্রমিকেরা। এদিকে সোমবার থেকে ভারতের সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশনের কর্মকর্তারা বাংলাদেশে পন্য রফতানিতে আইজিএম হস্তান্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে অনিশ্চয়তার মধ্যে পড়ে আমদানি রফতানি।

অবশেষে দ্বিতীয় দফায় বন্দর ও কাষ্টম কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বৈঠকে ফলপ্রসু আলোচনা হওয়ায় কর্মবিরতি উঠিয়ে নেন তারা। দুপুর বারটার পর থেকে শুরু হয়েছে আমদানি রফতানি।
বেনাপোলস্থলবন্দর-পরিচালকআব্দুল জলিল জানান ভারতের বিষয়টি তারা নিজেরা মিটিংয়ে নিয়েছে। বেনাপোল বন্দরে পন্য লোড আনলোড সহ আমদানি রফতানি স্বাভাবিক ভাবে শুরু হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে রাতদিন কাজ চলবে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ