শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কিউইদের সামনেও রান পাহাড় প্রোটিয়াদের

আরো খবর

শুরুতে ব্যাট করার সুযোগ পেলে যেন রক্ষা নেই। প্রতিপক্ষের বোলারদের বেধড়ক পিটিয়ে বিশাল বিশাল সংগ্রহ দাঁড় করাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবার যেমন টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে প্রোটিয়ারা।

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল ৩১১। এরপর ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিয়েছিল তারা। বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৩৮২ রান।

বুধবার পুনে স্টেডিয়ামে ব্যাট করতে নেমে অধিনায়ক টেম্বা বাভুমাই কেবল বাজে ব্যাটিং করেছেন। তিনি ২৪ রান করে আউট হন। পরে ডি কক ও রেসি ফন ডার ডুসেন পুরো ২০০ রানের জুটি গড়েন। ওই জুটিতে বড় রানের ভিত্তি পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ডি কক আসরের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। তিনি ফিরে যান ১১৬ বলে ১১৪ রান করে। তার ব্যাট থেকে ১০টি চার ও তিনটি ছক্কা আসে। রেসি আসরের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তিনি খেলেন ১১৮ বলে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস। নয়টি চার ও পাঁচটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

পরে ডেভিড মিলার ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। চারটি ছক্কা ও দুটি চার মারেন এই বাঁ-হাতি ব্যাটার। হেনরিক ক্লাসেন ৭ বলে করেন ১৫ রান। দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করা টিম সাউদি ১০ ওভারে ৭৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

আরো পড়ুন

সর্বশেষ