শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কিশোর গ্যাংসহ সব অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষনা নতুন এসপির

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, “অপরাধ দমনে কোনো ছাড় নেই। পুলিশ মাঠে আছে, মাঠেই থাকবে।”

রোববার দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়ে তিনি জেলার সামগ্রিক নিরাপত্তা,ভবিষ্যৎ পরিকল্পনা ও পুলিশি কার্যক্রম তুলে ধরেন।

সভায় এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন,থানার এসআই ও ফোর্সের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন, যা প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন,“কেউ থানায় কাউকে না পেলে সরাসরি আমাকে ফোন করবেন। আমি নিজেই ব্যবস্থা নেব।”

তাঁর ভাষায়,“দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা বাড়ায়। অপেশাদার আচরণের কোনো জায়গা নেই।”

শহরের দীর্ঘদিনের যানজট নিরসনেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরসহ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুল আমিন,আহসান হাবীব, রাজিবুল ইসলাম, ইমদাদুল হক,কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, ডিবির ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

আরো পড়ুন

সর্বশেষ