নিজস্ব প্রতিবেদক: সোমবার যশোর কুইন্স হসপিটালে জি.ই. হেলথ কেয়ার এর সার্বিক ব্যবস্থাপনায় রুগীকে সর্বাত্মক সেবা প্রদান শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের সূচনা করেন কুইন্স হসপিটাল প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ এস এম হুমায়ুন কবীর কবু। এসময় উপপস্থিত ছিলেন কুইন্স হসপিটালের পরিচালক এ এস এম মাহিনুল হক রিয়ন, রাম নাথ দিক্সিত, সিইও, এক্সকুইরেল ইন্টারভেনশন, এ টি এম সাইদুজ্জামান, রিজিওন মার্কেটিং, জি. ই. হেলত কেয়ার এবং কুইন্স হসপিটালের কর্মকর্তা-কর্মচারি, সিস্টার,সহ সম্মুখসারিতে যুক্ত অন্যান্য স্টাফগন।

