সাতক্ষীরা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান শেষে বাড়িটি থেকে ১৩ জনকে আটক করেছে সিটিটিসি। এর মধ্যে তিন জনের বাড়ি সাতক্ষীরায় বলে জানা গেছে। অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
আটকৃকতরা হলেন- সাতক্ষীরার জেলার তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের ওমর আলীর ছেলে শরীফুল ইসলাম (৪০), স্ত্রী আমিনা বেগম (৪০) ও তার মেয়ে মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০),কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কানলার আবুল কাশেমের ছেলে হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), খায়রুল ইসলামের স্ত্রী মেঘনা (১৭) ও তার মেয়ে আবিদা (১২ মাস), সিরাজগঞ্জ জেলার কাজীপুরের মাইজবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে রাফিউল ইসলাম (২২), পাবনা জেলার আটঘরিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মজনু মল্লিকের মেয়ে শাপলা বেগম (২২) ও তার মেয়ে জুবেদা (১৮ মাস) এবং ছেলে হুজাইফা (৬), নাটোর জেলার সদর উপজেলার চাঁদপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মাইশা ইসলাম (২০), বগুড়া জেলার শরিয়াকান্দি এলাকার আব্দুল জলিলের মেয়ে মোছা. সানজিদা খাতুন (১৮)।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান জানান, সকালে গোপন সংবাদ পেয়ে মৌলভীবাজারের কুলাউড়ার একটি পাহাড়ে এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ১৩জনকে আটক করা হয়আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাবাদ চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

