শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চারজন কারাগারে

আরো খবর

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণরে মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা।
আসামিরা হলো ভেড়ামারা উপজেলার বামনপাড়ার মোঃ আনারুল খানের ছেলে ইয়ামিন খান (২৮), মৃত রিয়াজ হোসেনে ছেলে মোঃ আব্দুল করিম (৩০), মোঃ হ্যাপি মিয়ার ছেলে মোঃ নাইম (২০) ও মোঃ বিপ্লব ড্রাইভারের ছেলে মোঃ স্বরন (২২)।
এদিকে এদিন দুপুরে ১২টার দিকে প্রবাসীর স্ত্রী গণধর্ষণ মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন থেকে আসামিদের গ্রেফতারে পুলিশকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভেড়ামারার বামনপাড়ায় প্রবাসীর স্ত্রী নিজের ঘরে তার খালাতো ভাই তানজিরার সাথে কথা বলছিলো। এসময় আসামিরা এসে তানজিরাকে বাইরে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ইয়ামিন, আব্দুল করিম, নাঈম, স্বরণ হোসেন ও মো: তুর্যকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। পরে এলাকাবাসী আন্দোলনে নামলে পুলিশ ২২ ফেব্রুয়ারি মামলা নথিভূক্ত করেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শাহ জালাল মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক পরিচয় মূখ্য নয়, আসামির পরিচয় সে আসামি। ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। পলাতক তুর্য্যকে (২৩) ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ