নিজস্ব প্রতিবেদক:এবারের এসএসসি উত্তীর্ণ প্রজন্ম ৯১ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর এসএসসি ৯১ ব্যাচ এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে। আনন্দঘন এ অনুষ্ঠানে এসএসসি ৯১ এর সদস্যদের ১০ সন্তানের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। শুরুতে তাদের বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মুজতবা শামীম। এছাড়া সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুভূতি প্রকাশ করেন।

