শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক করলো মহেশপুর থানা পুলিশ 

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই আন্তজেলা ডাকাত দলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার দূর্গাপুর পদ্মবিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিখার ছেলে আলী হোসেন (৪০)।

বেশ কিছুদিন ধরে তারা মহেশপুর উপজেলা ও আশপাশের এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে ডাকাতি করে আসছিলো বলে পুলিশ জানায়।

 

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরের পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’ডাকাত বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান থানার ওসি। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ