শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেকেআরকে নিয়ে এবার যা বললেন লিটন

আরো খবর

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। তিনি দলের সঙ্গে যোগ দেওয়ার পর দুটি ম্যাচ অনুষ্ঠিত হলেও জয়ের দেখা পাইনি কলকাতা। এই দুই ম্যাচেই সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে লিটনকে।

রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ারের অসাধারণ সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে কেকেআরকে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের কাছেও পরাজয় বরণ করেছে নীতিশ রানার দল।

তবুও কলকাতার জার্সিতে মাঠে খেলতে নামতে পারেননি লিটন। তিনি আদৌ আইপিএলে মাঠে নামতে পারবেন কিনা, তাও নিশ্চিত নয়। তবে নিজে খেলতে না পারলেও টানা দুই হারে হতাশ নন দলটির বাংলাদেশি এই ওপেনার। লিটনের আশা, কলকাতা শিগগিরই ঘুরে দাঁড়াবে।

সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের একটি ছবি আপলোড করেন লিটন। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘আশা করি কেকেআর শিগগিরই শক্তিশালী প্রত্যাবর্তন করবে!’

কলকাতার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার। যে ম্যাচে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লিটনের কেকেআর।

 

আরো পড়ুন

সর্বশেষ