বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন যশোর ৬ কেশবপুর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম। বৃহস্পতিবার বৃষ্টি ভেজা দিনে তিনি এই কর্মসূচি পালন করেন। তাঁর এই তৎপরতা অত্যান্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সুধি মহল। তারা বলেছেন,নিকট অতিতে কোন সংসদ সদস্য দলীয় নেতৃবৃন্দকে এভাবে মুল্যায়ন করেননি।

এমপি আজিজের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের গ্রামের বাড়ি সুফলাকাঠিতে হাজির হন আজিজুল ইসলাম। তাঁর বাড়ির আঙ্গিনায় পৌছুঁলে সেখানে আনন্দঘন পরিবেশ সৃস্টি হয়। সভাপতি তাঁর স্নেহধন্য আজিজকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরে সভাপতির মুখে মিস্টি তুলে দেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। এরপর দু’জনের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়।
প্রসঙ্গত, তিন বছর আগে একই বাড়িতে হাজির হয়েছিলেন আজিজুল ইসলাম। প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু এবং কেশবপুরে ক্ষমতার পট পরিবর্তনে তখন তাঁর খুবই দুঃসময় চলছিল।
কেশবপুরের মাটিতে আর ৮/১০ জনের মত স্বাধীনভাবে চলা ফেরা এবং স্বাভাবিক জীবন যাপনের জন্য ক্ষমতাশীন দলের সভাপতির কাছে নিরাপত্তা চেয়েছিলেন তিনি। তাঁর সহকর্মীরা অনেক সময় পা জড়িয়ে ধরে মিনতিও করেছিলেন। কিন্তু আশাহত হয়ে বুকভরা ব্যাথা নিয়ে ফিরে আসতে হয় । সেখানেই শেষ হওয়ার পর এই প্রথম কথা হল দুই নেতার।

এদিকে সংসদ সদস্য আজিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামানসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বাড়িতে গিয়ে ইতোমধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন। অবশ্য নির্বাচনের মাঠে উল্লেখিতরা কেউ তাঁর সাথে ছিলেননা।
তার পরও সব পক্ষের সাথে আজিজের এই শুভেচ্ছা বিনিময় কেশবপুরকে কি বার্তা দিচ্ছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। অনেকে বলেছেন, এটি তাঁর বড় উদারতা। প্রতিপক্ষকে আপন করে নেয়া সহজসাধ্য নয়। কিন্তু আজিজের ক্ষেত্রে তা অসাধ্য নয়।যা তিনি দেখিয়ে দিলেন। স্মার্ট কেশবপুর গড়তে তাঁর এই প্রয়াস মাইল ফলক হয়ে থাকবে মনে করছেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজিজুল ইসলাম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামেন। এ আসনে তাঁর প্রতিপক্ষ ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন ও জাপার জিএম হাসান।
শাহীন চাকলাদার দলীয় প্রতিক নৌকা এবং আমির হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাইচি প্রতিক নিয়ে লড়েন। কিন্ত শেষপর্যন্ত আজিজুল ইসলাম ঈগল প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সবাইকে চমকে দেন। তিনি বর্তমান জাতীয় সংসদে সব থেকে কম বয়সি এমপি।

