সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরের কপোতা নদের কোমরপুর খেয়াঘাটের উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলারসাগরদাঁড়ী ইউনিয়নের কোমরপুর খেয়াঘাটের কপোতা নদের উপর সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার বিকেলে মানববন্ধন করা হয়েছে। কপোতা নদ পাড়ের উপজেলার কোমরপুর খেয়াঘাটে উক্ত মানববন্ধন করা হয়।
অবসরপ্রাপ্ত শিক শহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা উজ্জ্বল হরি, সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী, মাস্টার জাফর ইকবাল, মাস্টার রুপকুপার আইচ, চিত্ররঞ্জন দাস, সঞ্জয় চক্রবর্তী, অমিত দাস, মাস্টার রবিন দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে কোমরপুর খেয়াঘাটের কপোতা নদের উপর তৈরি করা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতাপপুর, হাসানপুর, শেখপুরা, বগা, সাগরদাঁড়ি ও কোমরপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং ওপারের পাটকেলঘাটা, তালা ও সাতীরা এলাকার লোকজন ব্যবসায়ীক এবং দৈনন্দিন কাজে হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। কপোতা নদের উপর সেতু নির্মাণ হলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ