নিজস্ব প্রতিবেদক: কেশবপুরের কৃতিসন্তান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার পুনরায় ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হয়েছেন।
সাংবাদিক শ্যামল সরকার দ্বিতীয় মেয়াদে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত করায় শুক্রবার কেশবপুরে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে তাঁকে বিপুল সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্য আসাদুজ্জামান, কেশবপুর প্রেস কাবের সভাপতি আশরাফ-উজ-জ্জামান খান,সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি দুলাল চন্দ্র সাহাসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ। এ অনুষ্ঠানে দৈনিক “প্রজন্ম একাত্তর” পরিবারসহ কেশবপুর উপজেলার সর্বস্তরের মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। সংক্ষিপ্ত বক্তৃতায় শ্যামল সরকার বলেন, কেশবপুরের মাটি মানুষের সাথে তার নাড়ির সম্পর্ক। পেশাগতকাজে রাজধানীতে থাকলেও মন পড়ে থাকে এই জনপদে। তিনি বলেন, তাঁর চাওয়া-পাওয়া কিছু নেই। তাঁর পেশা রাস্ট্র তাকে যে সম্মান মর্যদা দিয়েছে তিনি যেনো তা জন কল্যাণে কাজে লাগিয়ে অতিতের ন্যায় সাধারণ মানুষের কাছাকাছি থাকতে চান।

