কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে ভারতে হাসপতালে আইসিউতে থাকা অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুকে মৃত ঘোষণা করেছে দিল্লি রাজ্যের মেডান্তা হাসপাতাল কর্তৃপক্ষ। এর একদিন আগে তাঁর মৃত্যুর বিষয় প্রকাশিত খবর সঠিক ছিল না।
শনিবার মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করে আইসিইউ থেকে মরদেহ হাসপাতালের ফ্রিজে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিন্টুর ভাইপো সাজ্জাদ মিল্টন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে মরদেহ ঢাকায় আনা হবে। সেখান থেকে যশোর হয়ে কেশবপুরের বালিয়াডাঙ্গা নিজ গ্রামে মরদেহ নেওয়া হবে এবং নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ মিন্টুকে মৌখিকভাবে মৃত ঘোষণা করে। পরে আইসিইউতে থাকা অবস্থায় জানানো হয়, তিনি এখনো বেঁচে আছেন। সর্বশেষ শনিবার মধ্যরাতে তাকে লিখিতভাবে মৃত ঘোষণা করে মরদেহ আইসিইউ থেকে বের করে পরিবারের কাছে দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ ফ্রিজে সংরক্ষণ করে।
কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার সন্তান অ্যাডভোকেট মিন্টু প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগনে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। সমিতির গুরুত্বপুর্ণ পদে দায়িত্বপালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক সামাজিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

