কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের ত্রাস মেয়র বাহিনির প্রধান আলমগীর সিদ্দিকি ওরফে টিটোকে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন।
বুধবার সন্ধ্যায় কেশবপুর শহরের হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে আট করে। গোপন সংবাদের ভিত্ততেেএই অভিযান চালানো হয়। আটক টিটো কেশবপুরের ত্রাস হিসাবে চিহ্নত ।
তার বিরুদ্ধে কেশবপুরের মানুষকে জিম্মি করে শত কোটি টাকা চাঁদাবাজি এবং নিয়োগ বাণিজ্যের অসংখ্য অভিযোগ রয়েছে। এক সময় দন্ত চিকিৎসা ছিল যার আয়ের প্রধান উৎস। তিনি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে যান। তার বাড়িতে ছিল কালো টাকা গণনার মেশিন।এমন কোনো অন্যায় কাজ নেই যে, তার সাথে এই টিটো জড়িত ছিল না। কতিথ এ পি এস ও মেয়র রফিকের ভাগ্নে হওয়ায় তার নামে থানায় কেউ মামলা করার সাহস পায়নি।
তার কাছে আগ্নেয় অস্ত্র দেখেছে একাধিক ব্যক্তি। হাট বাজার ইজারা হাসপাতালের টেন্ডার, উপজেলা পরিষদের সকল টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করত সে। উপজেলা ব্যাপী যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে সমুদয় টাকা টিটো নিজ হাতে গ্রহণ করতেন। নিজস্ব বাহিনীর তৈরি করে শহরের মহড়া দিতেন। তার টর্চার ছেলে একাধিক ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছে। তার এই বাহিনীর অন্যতম প্রধান ছিল বালিকা বিদ্যালয়ের সালাউদ্দিন নামে এক শিক্ষক।

