আব্দুল্লাহ আল মাহফুজ: আসন্ন ৫ ই জানুয়ারি কেশবপুরের ত্রিমোহনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে নাগরিক সেবা পৌঁছে দিব শাসক নয় , ইউনিয়নবাসীর সেবক হতে চাই ।
ত্রিমোহনী ইউনিয়ন পরিষদ কে দৃষ্টিনন্দন , পরিচ্ছন্ন ও আধুনিক ইউনিয়নে রুপান্ত্রিত করবো । চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম খাঁন সুজন বলেন , রাস্তাাঘাট , ব্রিজ – কালভার্ট , পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা , সেনিটেশন , কবরস্থান , জরুরি এ্যাম্বুলেন্স সেবা , রোড লাইটসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহীতামূলক কার্যক্রম চালু করবো । একান্ত আলাপকালে তিনি প্রজন্ম একাত্তর প্রতিবেদককে তার বিভিন্ন পরিকল্পনা ইউনিয়নবাসীর উদ্দেশ্য তুলে ধরে বলেন , পুরাতন রাস্তা মেরামত , নতুন রাস্তা তৈরি ও রাস্তাা প্রশস্থ করে টেকসই উন্নয়নের লক্ষ্যে নাগরিকদের চাহিদা অনুযায়ী কাজ করবো । পরিকল্পিতভাবে রাস্তার সঙ্গে ড্রেন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে । ইউনিয়নের ড্রেন নিয়মিত পরিষ্কারের মাধ্যমে পানি চলাচল নিয়মিত রাখা ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ , মন্দির , কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন , শিক্ষার অধিকার যাতে ইউনিয়নবাসীর দোর গোড়য় পৌঁছে তা নিশ্চিত করা । তাছাড়া অনেক এখনো নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা , ইউনিয়নের প্রত্যেকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিব যাতে এসব স্থানে মাদকসেবীদের আড্ডা থেকে মুক্ত থাকে । তিনি আরো বলেন , অতীতে সবসময় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করেছি । করোনাভাইরাস সঙ্কটে দিন – রাত কর্মহীন , অসহায় শ্রমজীবী ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছি । অসহায় মানুষের আর্তনাদ সব সময় আমার কানে বাজে , তাই দুঃস্থ অসহায় , বিধবা ভাতা ও বয়স্ক ভাতা থেকে বঞ্চিতদের পাশে দাঁড়াব । সকল দল ও মতের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিত করবো । আমি স্বচ্ছতার সঙ্গে ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই । প্রতি এবারের নির্বাচনে ইউনিয়নবাসী যাতে শান্তিশৃঙ্খলার সাথে তাদের ভোটাধিকার যোগ্য প্রার্থীকে দিতে পারে সেটা নিশ্চিত করতে সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা চান তিনি ।

