কেশবপুর প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামের উত্তরপাড়ায় রশিদের মোড়ে একটি চায়ের দোকানে রমরমা জুয়ার আসর বসছে বলে অভিযোগ পাওয়াগেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের উত্তরপাড়ায় রশিদের মোড়ে আব্দুস সামাদের চায়ের দোকানে তাস খেলার নামে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-যুবকরা উক্ত জুয়ার আসরের প্রতি আসক্ত হয়ে পড়েছে। যার ফলে স্কুল-কলেজ গামী ছাত্ররা জুয়ার আসরের খপ্পড়ে পড়ে বিপথগামী হয়ে পড়েছে। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দোরমুটিয়া গ্রামের উত্তরপাড়ায় রশিদের মোড়ে চায়ের দোকানে তাস খেলার নামে জুয়ার আসর বন্ধের দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
একাত্তর/কামাল

