কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুর উপজেলার নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত সভাপতি আফছার উদ্দীন গাজীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ, প্রবাসী মাসুদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিলন কুমার প্রমুখ।
