কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরের প্রতাপপুর রাধা-গোবিন্দ মন্দিরে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ১০ মে থেকে শুরু হয়েছে। চলবে ১৫ মে পর্যন্ত।
১০ মে কালীপূজা ও ১১ মে অধিবাস ও ভগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা করেন প্রভাষক কানাইলাল ভট্টাচার্য্য। ১২ ও ১৩ মে অখন্ড মহানাম সংকীর্ত্তন, ১৪ মে কুঞ্জুভঙ্গ, নগরভ্রমণ, ভোগ আরাধনা, আরতী কীর্ত্তন ও মহা প্রসাদ বিতরণ এবং ১৫ মে যশোরের বীনাপানি নাট্য সংস্থার পরিবেশনায় মীরার বধূয়া নামে যাত্রাপালা অনুষ্ঠিত হবে।
মহানামযজ্ঞ অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করবেন যশোরের নব অষ্ট গোপাল সম্প্রদায় গোসাই সম্প্রদায়, খুলনার অষ্টসখি সম্প্রদায়,আদি রাধা রানী সম্প্রদায় ও পার্বতী সম্প্রদায় এবং সাতক্ষীরার জয় ললিত সম্প্রদায়।
কেশবপুরের প্রতাপপুর রাধা-গোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞ শুরু

