শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে অপহরণ ও চাঁদাদাবির অভিযোগে মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের কেশবপুরের সারুটিয়া গ্রামের ইদ্রিস আলী মোল্যাকে অপহরণ ও চাঁদাদাবির অভিযোগে দুই জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার অপহৃত ইদ্রিস আলীর ভাই ইসরাফিল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইরমার আহম্মেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো বরিশালের তুহিন হোসেন ও কুমিল্লার রবিউল ইসলাম।
মামলার অভিযোগে জনা গেছে, ইদ্রিস আলী এসএসসি পরীক্ষায় ফেল করে নারায়নগঞ্জের রুপগঞ্জের তেলেবু এলাকায় গিয়ে বসবাস ও ব্যবসা শুরু করে। মাঝে মধ্যে সে বাড়ি বেড়াতে আসতো। পরিবারের সাথে মোবাইলে সার্বক্ষনিক যোগাযোগ ছিল তার। গত ৩০ জুলাই ইদ্রিস আলী গাড়িতে উঠে মোবাইলে ফোন করে বাড়িতে যানায় দুপুর নাগাদ মণিরামপুর মনোহরপর বটতলা স্টান্ডে নামবে জানিয়েছিল। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত ইদ্রিস আলী না আসায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। গত ৪ জুলাই আসামি তুহিন হোসেন ফোন করে ইদ্রিস আলীর বাড়িতে জানায় সে ভালো আছে। তার সাতে কথা বলতে হলে তাদেরকে দুই লাখ টাকা দিতে হবে। এরপর থেকে তাদের সাথে আর কোন যোগাযোগ করা যায়নি। ১৩ জুলাই আসমি রবিউল ইসলাম অপহৃত ইদ্রিস আলীর ম্যাসেঞ্জারের মাধ্যমে দ্রুত চাঁদার টাকা দিলে তাকে মুক্তি দেয়া হবে বলে জানায়। খোঁজ খবর নিয়ে অপহৃত ইদ্রিস আলীকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ