মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

কেশবপুরে আ.লীগের ১০ ‘বিদ্রোহী’ প্রার্থীকে বহিষ্কারের সুপারিশ

আরো খবর

কেশবপুর প্রতিনিধিঃ- কেশবপুর উপজেলায় ১১ ইউপি
নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় ১০ জনকে আওয়ামীলীগ থেকে
বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন
পদে ছিলেন। সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের
সভাপতি এস এম রুহুল আমিন। আগামী ৫ জানুয়ারি এ উপজেলার ১১ টি ইউপিতে
নির্বাচন অনুষ্ঠিত হবে।
বহিষ্কারের সুপারিশ করা ১০ জন হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান,
ত্রিমোহিনী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খান
সুজন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, উপজেলা আওয়ামীলীগের
প্রাথমিক সদস্য আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনোয়ার
হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের
প্রাথমিক সদস্য এস এম মনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবকরীগের
সাবেক আহবায়ক মাসুদুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য উত্তম
ঘোষ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের একক স্বাক্ষর করা চিঠি দিয়ে
ওই প্রার্থীদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে,
দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করা আওয়ামী লীগের
দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে
তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করায় আওয়ামী লীগের গঠনতন্ত্র ও
সাংগঠনিক শৃঙ্খলা বিধির ৪৭ এর ‘ঠ’ অনুচ্ছেদ মোতাবেক আওয়ামী লীগসহ
সহযোগী সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বহিষ্কার হওয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম
আনিছুর রহমান বলেন, বহিষ্কারের বিষয়টি জানি না। তবে বিজয়ের ব্যাপারে আশাবাদী
আমি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, কেশবপুর উপজেলা
আওয়ামীলীগের আয়ত্তাধীন ১০ নেতাকে দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী
হওয়ায় তাদেরকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ